সিলেটের প্রাণ কেন্দ্র হতে ৪২ কি:মি: উত্তরে মেঘালয় পাহাড় সীমানা প্রাচীর হয়ে জৈন্তাপুর উপজেলাকে ঘিরে রেখেছে। প্রকৃতির এক অপরূপ লীলাভূমি জৈন্তাপুর উপজেলা -যেখানে পাহাড়, টিলা, ঝর্না, নদী, ইতিহাস, ঐতিহ্যের এক অপরূপ সমন্বয় ঘটেছে। মেঘালয়ের কোলঘেঁষে নেমে আসা পাহাড়ী ঝরনা এঁকেবেঁকে বয়ে চলা সারি নদীর নীলচে পানি শেষ বিকেলে পাহাড়ের সোনালী সূর্যস্নান অথবা সন্ধ্যারাতে পূর্ণচন্দ্রের রূপালী জোছনাস্নাত পাহাড় সবাইকে আকৃষ্ট করে। প্রকৃতির এমনি এক অকৃত্রিম সৌন্দর্য জৈন্তাপুর উপজেলায় আপনাকে স্বাগতম। প্রাকৃতিক সৌন্দের্যের এই মোহময়তাকে আরও উপভোগ্য করে তোলার জন্য প্রযুক্তি উৎকর্ষ সাধনের বিকল্প নেই। প্রযুক্তির যথাযথ উৎকর্ষ সাধনের মাধ্যমে প্রকৃতির সকল সম্ভাবনাকে কাজে লাগিয়ে সূখী সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গঠন তথা জনগণের দোরগোড়ায় সকল সেবা পৌছে দেয়ার লক্ষে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে ওয়েব পোর্টাল ও ইউডিসি কর্তৃক বিভিন্ন কার্যক্রম চলমান । ওয়েব পোর্টালের গুরুত্বপূর্ণ তথ্য ও সেবা প্রদানের মাধ্যমে জনগণ ঘরে বসেই তার কাংখিত সেবা পাবার সুযোগ পায়। এর মাধ্যমে একদিকে যেমন দুর্নীতি কমে আসবে অন্যদিকে সরকারের সেবার মান বৃদ্ধি পাবে ।
(উম্মে সালিক রুমাইয়া)
উপজেলা নির্বাহী কর্মকর্তা
জৈন্তাপুর, সিলেট।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস